কালিগঞ্জের নলতায় আজও একই পরিবারের দু’জন করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার পশ্চিম নলতা গ্রামের মৃত তারক চন্দ্র দাশের ছেলে কাশীনাথ দাশ (৬২) ও তার মেয়ে স্নিগ্ধা দাশ (২৩) গত ২৩ জুন সর্দি, জ¦র ও কাশিতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য যান। আজ (২৫ জুন) তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে। এর আগে গত ২৪ জুন নলতা কলেজের পাশে এক গহবধূ (৪৫) ও তার দেবরের (৪৭) করোনা রিপোর্ট পজিটিভ পাওয়ার পর প্রশাসন তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে।