ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সৌজন্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের গোসল ও দাফন-কাফনের প্রস্তুতির ব্যবস্থার জন্য গঠিত দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদের স্বেচ্ছাসেবক টিম সদস্যদের পিপিই (পার্সোনাল প্রোটেক্টশন ইক্যুইপমেন্ট) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহনাজ বেগম স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়কারী হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান ও দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ নেতৃবৃন্দের হাতে এ পিপিই হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সঞ্জিব দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা,কাজী আবদুল হাই প্রমূখ।
পিপিই হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যান এমনটা আমরা কেউ চাইনা। তবুও যদি কারো মৃত্যু হয় তাহলে স্বাস্থ্যবিভাগের পরামর্শ মোতাবেক নিজেদের সুরক্ষা রেখে সেই মৃত ব্যক্তির ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যাতে কাফন-দাফন বা সৎকার হয় তার ব্যবস্থার জন্যে ডুমুরিয়ার আলেম ও উলামা পরিষদের গঠিত স্বেচ্ছাসেবক টিমকে তিনি সাধুবাদ জানান।
দাফন-কাফন প্রস্তুতির জন্যে গঠিত স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনেক স্থানেই করোনায় মৃত্যুবরণ কারীদের গোসল ও দাফন-কাফন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। ভয়ে আপনজন এমনকি অন্য কেউ এগিয়ে আসছে না। যে কারণে পুলিশ বা স্বাস্থ্য বিভাগের লোকজনকেই কাজটি করতে হচ্ছে। এ অবস্থায় আমরা আলেম-উলামারা বিষয়টি মানবিকতার জায়গা থেকে উপলব্ধি করেই তাদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য প্রস্তুতির নিয়েছি। ইতোমধ্যে আমরা খুলনা শহর ও কয়রা উপজেলায় করোনাক্ররান্তে মৃত দুই ব্যক্তির কাফন- দাফন সম্পন্ন করেছি। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের পিপিই প্রদানের জন্যে ইউএনও'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।