ঋনের কিস্তি আদায়ের নামে শুকর ও ধান ছিনিয়ে আনা নবরুপ সমবায় সমিতিকে দেয়া উপজেলা সমবায় দপ্তরের দেয়া নোটিশের জবাব দাখিল করে নবরুপা সমিতি। ওই জবাব সন্তোষজনক ও গাি বাচিয়ে নিজদের অন্যায় আড়াল করা চেষ্টা করা হয়েছে। এ কারণে উপজেলা সবায় অফিসার মঙ্গলবার ওই সমিতিকে দ্বিতীয় কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। বাতিল হতে পারে সমবায় অধিদপ্তরের রেজিষ্ট্রেশন।
নোটিশে বলা হয়েছে জনৈক অর্ধেন্দু রারে জমির ধান ও শুকর ছিনিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে ১৪ জুন তাখিলকৃত জবাব দ্বিতীয় কারণ দর্শাও নোটিশ। আগে যে নোটিশ দেয়া হয়েছিল সে বিষয়ে গুানুগতিক ও দায়সারা জবাব দাখিল করা হয়েছে, মূল বিষয় সমূহ পাশ কাটিয়ে কোনরূপ তথ্য প্রমাণ ছাড়াই জবাব দাখিল করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়। এশারণে কেন সমিতির রেজিষ্ট্রেশন বাতিল করা হবে না তার সুষ্পষ্ট কারণ ও সন্তোষজনক ব্যাখ্যাসহ ৭দিনের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দেয়া হল।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নবরুপ সমবায় সমিতির লোকেরা ঋণগ্রস্ত ব্যক্তি অর্ধেন্দু রায়ের মাাছর ঘেরের বাসা থেকে শুকর ও ধান ছিনিয়ে আনার ঘটনার সত্যতা পেয়ে উপজেলা সমবায় দপ্তর থেকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। নবরুপ সমবায় সমিতির নেতাদের ভয়ে অর্ধেন্দু তার স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে এলাকা ত্যাগ করেছেন।
এদিকে নবরুপ সমবায় সমিতি ন্যক্কারজনক ও অমানবিক সরকারের নির্দেশনা না মেনে কিস্তি আদায়ের নামে অসহায় ব্যক্তিদের হয়রানি করার ঘঁনা ধামাচাপা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
স্থাণীয় এলাকাবাসী জানায় নবরুপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ পিন্টু কবিরাজ এক সময়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মৃনাল গ্রুপের অস্ত্রধারী ক্যাডার মৈলেন বিশ্বাসের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। সে সময়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল পিন্টু কবিরাজ। তার ভযে এলাকার মানুষ সব সময়ে থাকত তটস্থ। এদিকে গত কযেকদিনেও অর্ধেন্দুর কোন খবর পাওযা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে সমিতির লোকজন তাকে গুম করে ফেলতে পারে। অথবা এলাকায় যাতে আসতে না পারে সেজন্য যুমুরিয়া ত্যাগ করতে বাধ্য করেছে।