পিরোজপুরের ইন্দুরকানীতে কোভিট-১৯ (করোনা ভাইরাস) সংক্রামক রোধে পরিবার কল্যান কেন্দ্রে স্বাস্থ্য উপকরন বিতরন করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থা । বুধবার ইন্দুরকানী উপজেলার ০৩টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে । স্বাস্থ্য উপকরণের মধ্যে ছিল- পিপিই, হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লোভস, মাস্ক ও হাতধোয়া সরঞ্জামাদি। এ বিতরনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন প্রমুখ।