কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কাটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম আজাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান, জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লাভলী বেগম, যুগ্ম সাধারন সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম, যুব মহিলা লীগের আহ্বায়ক জাকিয়া সুলতানা বুবলী, ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কাজী তৌফিকুল আলম, যুবলীগ নেতা বাবু মিয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আতা আব্দুল্লাহ ডিপেন্সসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থি ছিলেন।