জেলা কোটা না মেনে স্বজনপ্রীতির মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রদানে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নড়াইলে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিতরা। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বৈষম্যের শিকার পদবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের ব্যানারে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রশান্ত বসু, রুবেল মোল্যাসহ প্রমুখ পদবঞ্চিতরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘২০২০ সালের জানুয়ারি মাসে ১৬৫০টি উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে যে নিয়োগ প্রদান করা হয়েছে তাতে জেলা কোটা অনুসরণ না করে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। এতে জেলার মেধাবী ডিপ্লোমা কৃষিবিদরা নিয়োগ বঞ্চিত হয়েছেন’। মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।