ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আব্দুস ছাত্তার (৫৬)নামে আরো এক ব্যবসায়ীর মুত্যু হয়েছে।গতকাল বুধবার দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তার মুত্যু হয়।তার বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে।আব্দুস ছাত্তার শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় ব্যবসী ছিল্।তিনি ২/৪দিন যাবত জ্বর,কাশি,শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন।উপজেলা স্খাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান,করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।