ডুমুরিয়া উপজেলার ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ন ভুমি সহবারী কর্তকর্তা (তহশিলদার) ভূমি উন্নয়ন কর ( খাজনা) আদায় বাবদ জনৈক ব্যক্তির নিকট থেকে উৎকোচ গ্রহণ করেছেন। তিনি ৫ হাজার টাকার খাজনা নিতে খাজনা দাতার নিকচট থেকে নিয়েছেন ১৫ হাজার টাকা। ঘঁনাটি এলাকায় জানাজানি হওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগিররা জানায় ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া মৌজার ১ একর ১২ শতকের জমির খাজনা পৃতক তিনটি দাখিলায পরিশোধ করেন জামাল উদ্দীন, নুরূল ইসলাম ও আনার আলী গং। রুদাঘরা ভূমি অফিসের তহশীলদার মো: ফরহাদ হোসেন তাদেরকে জানান ৩০ হাজার টাকা দিতে হবে। দেনদরবার শেষে ১৫হাজার টাকায় তিনি দাখিলা দিতে সম্মত হন। জামাল উদ্দীন গংরা তাতে রাজি হযে ফরহাদ হোসেনকে ১৫ হাজার টাকা দেন। অথচ তহশীলদার তিনটি দাখিলায় ৫ হাজার ১৭৫ টাকা উল্লেখ করে সঅলমোহর ও স্বাক্ষর দেন। খাজনাদাতারা টাকা বেশি নিয়ে কম লেখা হল কেন জানতে চাইলে তাদেরকে ফরহাদ হোসেন জানান ওটা খরচ।
এ বিষয়ে তহশীলদার জানান, কারও কাছ থেকে বেশি টাকা নেয়া হযনি। যা খাজনা বকেয়া ছিল তাই নেয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: সঞ্জিব দাশ জানান, ডুমুরিয়া ভূমি সংক্রান্ত কোন হাজে নির্ধারিত অর্তের বাইরে কাউকে কোন টাকা না দিতে বলা হয়েছে। এমন ঘটনা ঘটলে প্রমাণসাপেক্ষে সেই কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।