নেত্রকোনার দুর্গাপুরে ডোবার পানিতে পড়ে শান্ত নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাকজোড়ার ইউনিয়নের নগর সিংহা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
¯’ানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই একটি ডোবায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শান্ত। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্দেহবশত ডোবায় মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অব¯’ায় শান্তকে খুঁজে পেয়ে দ্রুত উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।