গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এবং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টারসহ নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।
তিনি জানান, করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান ফারুক মাণ্টার এবং ২০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের নমুনা সংগ্রহ কর হয়। এছাড়াও আরও ৩৫ জনের নমুনা পরীক্ষায় পর মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার। এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকার ৩ জন, জামালপুর ইউনিয়নের ২ জন, বক্তারপুর ইউনিয়নের ১ জন এবং বাহাদুরশাদী ইউনিয়নের ১ জন।
কোভিড-১৯ শনাক্ত কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার বলেন, ’করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেই। মঙ্গলবার আমাকে জানানো হয়েছে আমার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নমুনা দেওয়ার পর থেকেই আমি হোম আইসোলেশনে রয়েছি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, ’করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া রিপোর্ট থেকে জানা যায় তাঁরা দু‘জনসহ কালীগঞ্জে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। সকলেই হোম আইসোলেশনে আছেন’। তিনি আরও বলেন, ‘কালীগঞ্জে ২৩ জুন পর্যন্ত মোট ২০২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সর্বমোট ২৪৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এছাড়াও একজন কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন এবং ৩ জন মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন।