ছাত্র মেহেদী মোস্তফা রাজিব(২৮) হত্যা মামলার প্রধান আসামী
জিহাদকে(২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩
টার দিকে টাঙ্গাইল সদরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার
করা হয়।
জানাযায় উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামের
গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন
বিভাগের ছাত্র রাজিবের সাথে গত ১৯ জুন শুক্রবার দুপুরে গাছের
আম পাড়া নিয়ে ঝগড়া হয় তার চাচাত ভাই জিহাদের(২৭) । আর
ঝগড়ার একপর্যায়ে জিহাদ ছুরিকাঘাত করলে রাজিব গুরুতর
আহত হয়। ওই দিন বিকেল সাড়ে ৫ টার দিকে সে টাঙ্গাইল
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ
ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে জিহাদকে প্রধান আসামী
করে ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর
আসামীরা হলেন জিহাদের ভাই সিফাত ও রাহাত এবং তাদের মা
বেবী।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম
বলেন,কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার রাসেল মনির
স্যারের নেতৃত্বে আমরা টাঙ্গাইল সদরের সন্তোষ এলাকা থেকে
রাজিব হত্যা মামলার প্রধান আসামী জিহাদকে গ্রেফতার
করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার
করেছে।বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।