ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর নামক স্থান থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তৈমুর রহমান (২২) নামে এক অনার্স পড়ুয়া ছাত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়েছে। আটক তৈমুর রহমান চৌগাছা উপজেলার দিঘরী গ্রামের মইনুদ্দিন আহমেদের ছেলে। সে যশোর সরকারি এম.এম কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানার এস.আই জাকারিয়া মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়ার নির্দেশে উপজেলার কাশিপুর মডার্ণ কটন মিলের সামনে থেকে মোটর সাইকেলে আসা তৈমুরকে গতিরোধ করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাসি করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কালীগঞ্জ থানার এএসআই সাইফুর রহমান ও কনস্টেবল খালিদ হাসান উপস্থিত ছিলেন।