চলে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আরেক সহচর, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া থানার সাবেক এমএনএ, এমপি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আনম নজরুল ইসলাম (৮৯)। মঙ্গলবার সকাল ৮.৪০মিনিটে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, একমাত্র ছেলে সহ বহু স্বজন রেখে গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নিজ গ্রামে লাঙ্গলশিমূলে (২৩জুন) বাদ আছর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুম আনম নজরুল ইসলাম সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের ভাগিনা জামেল আহমেদ।
শোক প্রকাশ : ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া থানার সাবেক এমএনএ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আনম নজরুল ইসলাম এর মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলা থেকে ৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আবদুল মালেক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীন এ নেতার মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলা বাসী তথা দেশবাসী একজন দক্ষ সংগঠক কে হারালেন।