টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নিহত হয়েছে। ঘটনস্থল থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত দেড়টায় টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে। সে বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতো।
র্যাব-১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাহাঙ্গীর হোসেন পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অন্ত্র ও মাদক কারবার করতো। তার বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকের ১৪ টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে র্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সন্ত্রাসী পিংকু টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার এলাকায় অবস্থান করছে। ওইদিন রাতে টিএনটি বাজার এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে সন্ত্রাসী পিংকু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সময় র্যাবের এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ৩টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।