সফিউদ্দীন আহমেদ (৬৮) নামের এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদরের গোপালপুর গ্রামের নিজ বাসায় মারা গেছেন। করোনা উপস্বর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেশীরা দাবি করলেও মৃতের পরিবার বিষয়টি অস্বীকার করেছে। মৃত সফিউদ্দীন আহমেদ এর স্ত্রী সুফিয়া বেগম দীর্ঘদিন সরকারি বিভিন্ন হাসপাতালে সিনিয়র ষ্ট্যাফ সার্ন হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে রয়েছেন।
এদিকে সোমবার সন্ধ্যায় মৃত্যু হওযার পরপরই তড়িঘড়ি করে তার মৃতদেহ শ্যামনগর থেকে জয়নগরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকাল আটটার দিকে স্বল্প সংখ্যাক মানুষের অংশগ্রহনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে মৃতের আত্মীয়স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যারয়েল প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানা।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় সাহা ০১৭১১১৩২৪৫৪ বলেন, ডায়াবেটিকস জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
যদিও গোপালপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দাবি করেন গত আট/নয় দিন সফিউদ্দীন আহমেদ বাসা থেকে বাইরে আসেননি। তার বাসার ভাড়াটিয়াদের অনেকে তার কাশির শব্দ শুনেছেন। তরোনা উপস্বর্গ নিয়ে তারা মৃত্যু হয়েছে দাবি করে তারা বিষয়টি আরও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি জানান।
তবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিইও ইয়ুথ টিমের শ্যামনগর সদর ইউনিয়নের সভাপতি মিলন হোসেন জানান, সফিউদ্দীন সাহেবের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর কেউ তার পাশে যাচ্ছিলেন না। একপর্যায়ে একজন ভ্যান চালক ও তিনি ধরাধরি করে একটি প্রাইভেট কারে সফিউদ্দীন আহমেদের মৃতদেহ উঠিয়ে দেন। এ সময় তার এক বোন ও স্ত্রী এবং ভগ্নিপতি ছাড়া কেউ মৃতদেহের সাথে ছিলেন না বলেও তিনি নিশ্চিত করেন।
মৃতের পরিবার সুত্র জানিেেছ রাতেই তাকে কাশিমাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।