মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও স্বাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহম্মেদ মোহন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাহি রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়েবেটিস রোগ সহ নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সরকারী কবরস্থানে দাফন করা হয়। তিনি চিরকুমার ছিলেন।