মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরে নৃ-গোষ্ঠীর ১৯ জন শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার টাকা করে ৪ লাখ ৭৫ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে শিক্ষাবৃত্তির এই চেক বিতরন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম অনুষ্ঠানে নৃ-গোষ্ঠীর ১৯ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির এই চেক তুলে দেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত 'বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা' শীর্ষক কর্মসুচির আওতায় চলতি ২০১৯-২০২০ অর্থবছরে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে প্রদানকৃত শিক্ষাবৃত্তির এই চেক বিতরন করা হয়।