গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও এলাকায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি ও এতিমখানা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ২০ হাজার মাক্স উপহার দিলেন আফনান এ্যাপারেলস্ ইন্ডাষ্টিজ লিমিটেড। ২২ জুন সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ ইসমত আরা’র নিকট তার দপ্তরে প্রশাসন, সাংবাদিক ও অন্যান্যের উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
মেসার্স আফনান এ্যাপারেলস্ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুর আলমের পক্ষে তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম সিদ্দিকী ওই উপহার সামগ্রী গুলো সবাইকে বুঝিয়ে দেন।
শাহ্ আলম জানান, দেশব্যাপী করোনাভাইরাস প্রার্দুভাবের শুরু থেকে স্বাস্থ্য সুরক্ষায় আফনান এ্যাপারেলস্ কোম্পানি বিভিন্ন জায়গায় মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।