করোনা প্রতিরোধে পিরোজপুরের নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস্ চেয়ারম্যান রনী দত্ত জিন উদ্যোগে অক্সিজেনসহ মেডিকেল সরঞ্জম হস্তন্তার করলেন। সরকারের সহায়তার পাশাপাশি উপজেলা ভাইস্ চেয়ারম্যান রনী দত্ত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন, প্যশেন্ট মনিটর ও পালর্স অক্সিমিটার করোনা প্রতিরোধ ও করোনায় সংক্রমিত রোগীদের সু-চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা মোঃ ফিরোজ কিবরিয়ার কাছে হস্তন্তার করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস্ চেয়ারম্যান রনী দত্ত জানান, অনেকে সময় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীরা আসলে অক্সিজেনের সল্পাতারকারণে আরো অসুস্থ হয়েপড়ে এবং মূমূর্ষ অবস্থায় রোগীদের বিভাগীয় শহর বরিশালে পাঠানো হলেও সেখানেও রয়েছে অক্সিজের অভাব।করোনা উপসর্গ রোগীদের চিকিৎসা পাওয়ার জন্য নিজ ও ব্যক্তিগত উদ্যেগে স্বাস্থ্য কমপ্লেক্সে এসব মেডিকেল সরঞ্জম করোনা চিকিৎসার জন্য দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফিরোজ কিবরিয়া, নেছারাবাদ থানা তদন্ত ওসি শেখ আউয়ালসহ আরো অনেকে।