আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ৮ বছরের বসবাসরত ঘরবাড়ি ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানাগেছে, কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের আঃ রশিদ সরদারের পুত্র নাজমুল হাসান কচুয়া মৌজায় ২৯০৪ নং দাগে ৭/৮ বছর যাবৎ ঘরবেধে বসবাস করছেন। তার স্বত্তদখলীয় বাড়ি হতে তাকে উচ্ছেদ করার জন্য বিবাদী মৃত আব্বাছ সরদারের পুত্র মাছুম সরদার, তার স্ত্রী মাছুরা খাতুন দীর্ঘদিন ষড়যন্ত্র ও অত্যাচার করে আসছিলেন। এরই জের ধরে ২০ জুন সকাল ৯ টার দিকে বিবাদীরা লাঠি শোটা, দা, কুঁড়াল নিয়ে তার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভাঙ্গার হুকুম দেন। নাজমুল প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক মারপিট ও ঘরবাড়ি ভাংচুর করে অনুমান ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। স্বাক্ষীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করলে বিবাদীরা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না গেলে তাকে ও পরিবারের লোকজনকে হত্যার হুমকী ও ভয়ভীতি দেখিয়ে কেটে পড়ে।