নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের নির্মানাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা রফিউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাওলানা ইসহাক হিরাসহ মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম বলেন, ‘বাংলাদেশের তরুন প্রজন্মের উদীয়মান নেতা নড়াইলবাসীর স্বপ্নদ্রষ্টা, সর্বস্তরের মানুষের আশার আলো এমপি মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ছাত্রলীগ পরিবার মর্মাহত ও চিন্তিত।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা করোনাকাল থেকে প্রিয়নেতা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি নড়াইলবাসীর জন্য একের পর এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা দিয়ে চলেছেন। আমরা আশা করি,, তিনি আল্লাহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় আবারো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ও বরাবরের মতো নড়াইলসহ দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন।