রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে অনুদান দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল রোববার দুপুরে সংস্থার মান্দা উপজেলার বিজয়পুরস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে অনুদানের এসব চেক তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের (দাবি) এরিয়া ম্যানেজার জহুরুল ইসলাম, হিসাব ব্যবস্থাপক মুক্তার হোসেন, এরিয়া ম্যানেজার (প্রগতি) আবদুল গণি, শাখা ব্যবস্থাপক সেতাফুর রহমান, শাখা হিসাব কর্মকর্তা ইসাহাক আলী, সিও (প্রগতি) ফরহাদ আলী প্রমুখ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার বানিসর গ্রামের সামসুল আলম, আবদুল হান্নান ও মর্জিনা বিবি এবং চককালিকাপুর গ্রামের মরিয়ম বেগম ও কালিকাপুর গ্রামের রুমি আক্তার।
এদের মধ্যে সামসুল আলমকে ৭১ হাজার ৫শ, আবদুল হান্নানকে ১ লাখ ১০ হাজার, মরিয়ম বেগমকে ১ লাখ ১০ হাজার, মর্জিনা বিবিকে ৭১ হাজার ৫শ ও রুমি আক্তারকে ৭১ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়।