নড়াইলে ‘নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ’ বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে নিরাপদ পান উৎপাদনে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও তৎপরবর্তী করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকার খামারবাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং কৃষকদের ‘নিরাপদ পান উৎপাদন’ বিষয়ে দিক-দির্দেশনামূলক পরামর্শ দেন।
নড়াইলের খামারবাড়ি থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত উপ-পরিচালক দীপংকর দাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, লোহাগড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আক্তার, কালিয়ার মির্জাপুর এলাকার পানচাষি সুকুমার বিশ্বাস প্রমুখ।