নওগাঁর পোরশায় তামিম নামের আড়াই বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে নিতপুর পূর্ব দিয়াড়াপাড়ার সাদ্দামের ছেলে। জানাগেছে, তামিম শনিবার সন্ধার আগে সকলের অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে ডুবে যায়। এবস্থায় তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভেসে থাকা অবস্থায় তাকে মৃতু উদ্ধার করে। তামিমের মৃত্যুতে গ্রামটিতে শোকের ছায়া নেমে আশে।