জামালপুর বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ অবস্থিত ইত্যাদি গ্যালারীর মালিকের সীমার পাড় বাসা থেকে নকল নীহার আমলা, নীহার ন্যাচারাল, জনসন বেবি ওয়েল, লোশন, পাউডারসহ দেশি ও বিদেশী বিভিন্ন নামিদামি ব্রেন্ডের প্রসাধনীর কারখানা আবিষ্কার করেছে বকশীগঞ্জ পুলিশ।
বকসিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের নির্দ্দেশে গত ২০জুন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক (এসআই) শরিফ আহামেদ এর নেতৃত্বে ২০ সদস্যসের একটি পুলিশের দল পৌর শহরের মালিবাগ এলাকায় অভিযান চালায়। তারা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে নীহার আমলা, নীহার ন্যাচারাল ওয়েল, জনসন বেবি ওয়েল, লোশন, পাউডারসহ দেশি ও বিদেশী নামিদামি ব্রেন্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ কাঁচামাল উপকরন উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আবদুর রাজ্জাক নামে ১জন শ্রমিককে আটক করেছে। আটককৃত রাজ্জাক, ইসলামপুর উপজেলার দক্ষিন চিনাডুলি গ্রামের ফকির মাহামুদের ছেলে বলে জানাগেছে। বর্তমানে সে বকশীগঞ্জ পৌরসভায় মালিবাগ মোড়ে বসবাস করে আসছিল।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ ইত্যাদি গ্যালারির মালিকের সীমারপাড়ের বাড়িতে নকল কারখানায় সন্ধ্যান পেয়ে অভিযান চালানো হয়েছে। ইত্যাদি গ্যালারির মালিকের দীর্ঘ দিন থেকে দেশী বিদেশী নামী দামী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে নকল প্রশাধনী বিক্রয় করে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছিলো বলে জানান।