শনিবার দুপুরে জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের (কারিগরি শাখা) নবর্নিমিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়।
ভবনটির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বায়েজিদ বোস্তামী, বাগজানার ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা আ.লীগের অর্থবিষয়ক সম্পাদক এনামুল হক মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবারক আলী মন্ডল, সাবেক প্রধান শিক্ষক রমজান আলী সরদার ও এমদাদুল হক প্রমুখ।