কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির শহরের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার (২০ জুন) সকালে রাঙ্গামাটি শহরের মাঝেরবস্তা এলাকায় শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসুচীতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়-য়া, রাঙ্গামাটি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান করিমসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলদ এবং ওষুধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব।
তিনি আরো বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলার জন্য আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এতে দেশে প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকাংশে রক্ষা পাবো আমরা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন জানান, আজকের বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে রাঙ্গামাটির সকল উপজেলায় নেতা-কর্মীদের বৃক্ষ রোপন করা বার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, রাঙ্গামাটির ১০টি উপজেলায় জেলা কমিটির উদ্যোগে ও সকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার বনজ, ফলদ এবং ওষুধি রোপন করা হবে।