করোনার এই দুঃসময়েও রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির নামে চাঁদাবাজী অব্যাহত রয়েছে। অভিযোগে জানা গেছে, অটো, ভটভটি, নছিমন, ও থ্রীহুইলার চালকদের কাছ থেকে পুলিশের নিয়োগ করা কতিপয় চিহ্নিত দালাল সারা বছর দিবারাত্র চাঁদা আদায় করছে। যারা এতে অপারগতা প্রকাশ করছে,তাদের নামে মামলা দেয়া ছাড়াও নানাভাবে হয়রানী করা হচ্ছে। ফলে অনেকটা বেকায়দায় পড়েই অটো ,নছিমন ও ভটভটির চালকরা প্রতি মাসে নিয়মিত নির্দিষ্ট অংকের অর্থ তুলে দিতে বাধ্য হচ্ছে দালালদের হাতে। এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ জানান, পুলিশের সম্মতিতেই এক শ্রেণীর দালাল ও টাউট অটো চালকের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নিচ্ছে। রোজ বড়দরগাহ বাসষ্ট্যান্ডের উত্তর পার্শ্বে নির্দিষ্ট স্থানে দালালদের হাতে টাকা গুঁজে দেয়ার দৃশ্য চোখে পড়ে। সারা দেশে যেখানে মহাসড়কে চাঁদাবাজী বন্ধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে ,সেখানে বড়দরগাহর হাইওয়ে পুলিশ ফাড়ির চাঁদাবাজীর এ দৃশ্য সবার নজর কাড়ে। এতে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অপরদিকে ছোট ছোট এসব যানবাহন মালিক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্মরনযোগ্য যে,হাইওয়ে পুলিশ সুপার এ-সংক্রান্ত একটি সতর্ক মুলক ব্যানার ঝুলিয়ে দিলেও তা কোনই কাজে আসছে না। এ বিষয়ে বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি জানান, পুলিশের কোন লোক চাঁদাবাজী করছে না। কেউ যদি পুলিশের নামে চাঁদা আদায় করে, এতে আমাদের কোন কিছু করার নেই !