দৈনিক পত্রদূত সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য,ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদ সম আলাউদ্দীনের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে তালা উপজেলা আওয়ামী লীগ ও তালা উপজেলা আলাউদ্দীন স্মৃতি সংসদের পক্ষ থেকে শুক্রবার সকাল ৯টায় মিঠাবাড়ী মরহুমের কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,সাধারন সম্পাদক তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল হাই,স্মৃতি সংসদের সভাপতি শেখ আনছার আলী,সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,সাংবাদিক মফিদুল ইসলাম,সাংবাদিক মুজিবর রহমান,শেখ তরিকুল ইসলাম প্রমুখ। অপর দিকে বিকাল ৫টায় পাটকেলঘাটা আওয়ামী লীগ অফিসে মরহুম আলাউদ্দীনের স¥রণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শেখ আনছার আলী। উল্লেখ্য ১৯৯৬ সালের ১৯ শে জুন সাতক্ষীরা পত্রিকা অফিসে আততায়ীর গুলিতে তিনি নিহত হয়।