মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনার শাখা নদী হতে ব্যাটারী চালিত মিশুকের চালক মো: তুহিনের(১৪) লাশ উদ্বার করেছে পুলিশ।নিখোজ হওয়ার ৩ দিন পর শুক্রবার দুপুরে সদর উপজলার বাংলাবজারের ভোতারচর থেকে লাশটি উদ্বার হয়। হতভাগ্য তুহিন মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জের মামুন বেপারীর ছেলে।
তুহিনের পরিচিতজনরা জানায়,গত ১৬ জুন বন্ধু মেহেদীর(১৫) মিশুক চালাতে গিয়ে নিখোজ হয় সে।অনেক খোজাখুজির পর সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান,লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনান কারণ অনুসন্ধানে মিশুকের মালিক তুহিনের বন্ধু মেহেদী সহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে