কলমাকান্দা থানার উত্তর নাউরীপাড়া গ্রামের মৃত হাজী আঃ হেকিম এর পুত্র সৌদী প্রবাসী মোঃ কাউছার আহাম্মদ কাজল(৩০)এর বড়ভাই মোঃ লাক মিয়া কাউছারের পক্ষে গত ৯জুন ইং তারিখ দুর্গাপুর থানায় মোছাঃ মনি আক্তার’কে প্রধান বিবাদী করে যে মামলা করেছেন মামলায় উল্লেখিত বিবরণ সম্পুর্ন মিথ্যা সাজানো এবং ভিত্তিহীন উল্লেখ এবং দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সৌদী প্রবাসী মোঃ কাউছার আহাম্মদ কাজল(৩০)এর সাবেক স্ত্রী মোছাঃ মনি আক্তার। ১৯ জুন শুক্রবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করেণ। তার সঙ্গে ছিলেন বর্তমান স্বামী লেবার সর্দার মোঃ আলাল ও অপর একজন।