করোনায় সামাজিক সচেতনতা বাড়াতে বিশিষ্ট ঠিকাদার সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল ৫ হাজার মুসুল্লিকে মাস্ক (মুখোশ) বিতরন করেছেন। শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে ওই মাস্ক দেয়া হয়। জানা গেছে, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে জাহিদুল ইসলাম রুবেলের পক্ষ থেকে শুক্রবার উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ২৫টি মসজিদে জুম্মার নামাজ শেষে ৫ হাজার মসুল্লিকে মাস্ক ও হাত ধোয়ার জন্য ৩ শতাধিক সাবান বিতরন করা হয়। এ ছাড়াও তিনি ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার অস্বচ্ছল মানুষ ও পেশাজীবির মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরন এবং নগদ অর্থ সহায়তা করেছেন। রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল পীরগঞ্জ শাহ আবদুর রউফ কলেজের সহকারী অধ্যাপক। রুবেল বলেন, স্থানীয় সাংবাদিকরা অনেক তথ্য জানেন। তাদের মাধ্যমেই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ পীরগঞ্জ সদর, মাদারগঞ্জ, চতরা, ভেন্ডাবাড়ী, গুর্জিপাড়া, কলোনীবাজার, ঝাড়বিশলা কাজী হায়াত মামুদসহ বিভিন্ন এলাকার ২৫ টি মসজিদে ৫ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। পাশাপাশি তাদের তথ্যের ভিত্তিইে খাদ্য সামগ্রী বিতরন করেছি। উল্লেখ্য, এ পর্যন্ত পীরগঞ্জে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ জন মৃত্যুবরণ, ৬ জন সুস্থ এবং ২ জন বাড়ীতে আইসলোশনে আছেন।