আমির হোসেন তালুকদার দীর্ঘ ১৪ দিন কাটিয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শরীরের দূর্বলতা ঠিকমত কাটিয়ে ওঠার আগেই আবারও সেই চিরচেনা মানব সেবায় আত্মনিয়োগ করেছেন তিনি। সমাজ সেবায় সরকারী যে ৫০০ প্যাকেট প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বাকি ছিল তা গরীব ও অসহায় দুঃস্থদের নিজ হাতে বিতরণ করে যেন শান্তির এক দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি।
এ ব্যাপারে বেঁজগাও ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, যতক্ষণ প্রাণ আছে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগের সর্বাত্মক চেষ্টা করে যাব। করোনায় আক্রান্ত হওয়ার আগে নিজ অর্থায়নে ১২০০ গরীব ও অসহায় দুঃস্থ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। সাথে ছিল ৫৫ জনের শিশু খাদ্য । আর সুস্থ অবস্থায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন ১৫০০ পরিবারের মাঝে।
বেঁজগাও ইউনিয়নের গরীব ও অসহায় দুঃস্থরা যেন খুশির জোয়ারে ভাসছেন তার এই ফিরে আসার মাধ্যমে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার মা খোদেজা খাতুন। আক্রান্ত হয়েছেন তার মেয়ে অর্ণা ও ছোট ভাই ইকবাল হোসেন তালুকদার। তবে তারা সবাই এখন সুস্থ। এত কিছুর পরও মানবসেবায় নিজেকে নিয়জিত রেখে সমাজে এক বিরল দৃষ্টান্ত উপস্হাপন করছেন।