কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে ইয়াদ আলী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ইয়াদ আলী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া এলাকার মৃত তেতুল মন্ডলের ছেলে। গত শনিবার (১৩ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ইয়াদ আলীর করোনা পজেটিভ শনাক্ত হলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে বুধবার তিনি মারা যান। এদিকে করোনা স্বাস্থ্যবিধি মেনে মৃত ইয়াদ আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফিলিপনগর মাঠপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এসময় দৌলতপুর থানা পুলিশ, স্থানীয় স্বাস্থ্যকর্মী ও ইসলামীক ফাউন্ডেশন নির্ধরিত স্থানীয় ঈমাম উপস্থিত ছিলেন।