মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকা রেড জোন ঘোষনা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে ২১ দিনের জন্য এই এলাকা আনুষ্ঠানিকভাবে লকডাউন করা হচ্ছে।বুধবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার এই ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেন।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ৯ জুলাই পর্যন্ত ২১ দিন শহরের মাঠপাড়া এলাকায় জনসাধারণের চলাচল এবং জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে। রেডজোন ঘোষিত এলাকার জন্য প্রযোজ্য আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এর আগে ১৫ জুন সিভিল সার্জন কার্যালয়ের এক পত্রের মাধ্যমে মুন্সীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকাকে রেডজোন হিসাবে ঘোষনা করা হয়।এদিকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন সব ধরনের প্র¯তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে জনপ্রতিনিধি ও পঞ্চায়েতসহ নেতৃস্থানীয়দের সমন্বয়ে লকডাউন বা¯তবায়ন নিয়ে প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভা পৃথক সভা করেছে।