জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলার বিভিন্ন সমবায় সমতির প্রতিনিধিদের নিয়ে ‘এক দিনের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিআরডিবি আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাররীক দূরত্ব বজায় রেখে উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-এর হল রুমে দিন ব্যাপী করোনা ভয়াবহ পরিস্থিতির সংক্রমণ থেকে রক্ষা ও সচেতনতামূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে ৩০ জন উপকারভোগী প্রশিক্ষনার্থীকে ৩শ টাকা করে মোট ৯হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। সেই সঙ্গে উপস্থিতিদের প্রতিজনকে মাক্স, সাবান, হ্যান্ড-ওয়াস স্যানিটাইজার এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসের নিজেস্ব উদ্যোগে প্রতিজনকে শিম, ঢেঁড়স, পুঁইশাক ও লাল শাকের বীজ প্রদান করা হয়েছে।
এসময় প্রশিক্ষণের প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরচিালক বকুর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন, কালাই উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন অফিসার মো.আসাদুল ইসলাম প্রমুখ।