পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গামাটির বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাঙ্গামাটি ভেদভেদীর লোকানাথ মন্দির সংলগ্ন এলাকায় নব-নির্মিত এই ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক তাপস দাশ, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের প্রতিটি উন্নয়ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে। তিনি প্রতিটি মুর্হুতে পাহাড়ের মানুষের কথা তিনি চিন্তা করে বলেই পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ে আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, এলজিইডিসহ প্রতিটি সেক্টরের মাধ্যমে পাহাড়ের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আজ এই ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তি স্থাপনের মাধ্যমে সমিতি আরো অনেক দূর অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, রাঙ্গামাটি বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৩৫ লক্ষ টাকার ক্রয়কৃত ৫ শতক জমির উপর ৫তলা ফাউন্ডেশন ভবন নির্মানের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০লক্ষ টাকার অর্থায়নে এই নব-নির্মিত ভবনের উন্নয়ন কাজ শুরু করা হবে। আর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই নব নির্মিত ভবনের উন্নয়ন কাজের তদারকি করবেন।