সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে গৃহিত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন পোরশার বাস্তবায়নে সকল ইউনিয়ন পরিষদে একযোগে উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ অফিস থেকে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে যোগদিয়ে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় তিনি বক্তব্যে দানকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে দেশের বিভিন্ন উন্নয়ন হচ্ছে। এই করোনা কালে প্রধানমন্ত্রী দেশের মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা গুলিতে ইমাম মোয়াজ্জিনকে আর্থিক সহায়তা করেছেন। যা কোন সরকারের আমলে হয়নি এবং তিনি জীবনেও দেখেননি বলেন। এ সরকার সকল ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে বলে তিনি জানান। তিনি করোনা প্রতিরোধে দলমত নির্বিশেষে এক যোগে সম্মিলিত ভাবে কাজ করার কথা বলেন। তিনি গরীব অসহায়দের ব্যক্তিগত ভাবে যারা ত্রাণ দিচ্ছেন তাদের সকলকে সাধুবাদ জানান। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি এ করনা কালে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলার ছয় ইউনিয়নে একযোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, আদিবাসী সভাপতি মহেন্দ্র পাহান সহ ইউপি চেয়ারম্যানগণ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।