করোনা ভাইরাস মোকাবেলায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেম্পল কালেক্শন বুথ উদ্বোধন করা হয়েছে। আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির এ বুথ উপহার দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ উদ্বোধন করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বুধ উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাইদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, যুবলীগ সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যানে। সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সভাপতি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, আমরা যদি হেল্থ ওয়ার্কাার প্রটেকশন না দিতে পারি তাহলে স্বাস্থ্য বিভাগ ভেঙ্গে পরবে। আপনা দেখেছেন অনেক ডাক্তার ও নার্স আক্রান্ত হয়েছে। এ হাসপাতালেও ১২ জন নার্স ও ৫ জন ডাক্তার সংক্রামিত হয়েছে।