গতকাল সন্ধায় শাহ্পুর সরাকারি প্রা: বালিকা বিদ্যালয় মাঠে মাদক ও চুরি নির্মুল লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খান আক্তার হোসেন। সভায় বক্তব্য রাখেন আ:লীগ নেতা ও সাবেক মেম্বর গাজী নূর আলী, মো: সালাউদ্দিন খান, জি এম আছির উদ্দিন, গোলাম মোস্তফা সরদার, কে এম মাসুদুল হক, খান ওহিদুল ইসলাম, বিএনপি নেতা আল আমিন বিশ্বাস, বাবুল সরদার, আক্তার সরদার, আক্তার হোসেন, বাবলু গাজী মিথুন খান প্রমুখ। বর্তমান সমাজে স্কুল এবং কলেজগামী ছেলেরা মাদক সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের উপর আকৃষ্ট হয়ে পড়েছে। আগামী নতুন প্রজন্ম কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষে এবং শিক্ষার মান আরো বেশি উন্নত করার জন্য ব্যপক আলোচনা হয়। বক্তার এক পর্যায়ে বলেন খেলা ধুলার পাশাপাশি নবেল নাটোকের মাধ্যমে তাদের কে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে বক্তারা। আলোচনা এক পর্যায় আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ও গুণি মানুষের সমন্বয়ে সমাজ কর্মীদের সমপৃক্ত করে নতুন কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করবেন বলে প্রকাশ করেন।