কুষ্টিয়া জেলার পুলিশ ডিপার্টমেন্টের অতি সুপরিচিত নাম শেখ ওবায়দুল্লাহ। বিগতদিনে এই জেলায় পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত অবস্থায় সততা ও নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের শেষের দিকে ভেড়ামারা থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। সে সময়ে বেশ কিছুদিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বও তার উপর অর্পিত হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত ঐ সময়ে তিনি ভেড়ামারা উপজেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে সফল অভিযান, সন্ত্রাস মুক্তকরণ, ক্যারামবোর্ড নিয়ে উপজেলার বিভিন্ন দোকানে দিন ও রাতভর চাঁদাবাজি বন্ধে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। মিষ্টভাষী অনেস্ট এই মানুষটি বদলি জনিত কারনে হঠাৎ এপিবিএন এয়ারপোর্ট উত্তরায় বদলি হয়ে ঢাকায় চলে যান। ঢাকা হতে কুষ্টিয়া জেলায় আবারো তার পোস্টিং হয়েছে। আজকে তিনি জেলার পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরোতে) যোগদান করলেন।
পিবিঅাই তে যোগদান করেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কুষ্টিয়ার অাইন শৃঙ্খলা রক্ষায় তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করতে সকলের
সহযোগিতা চান।