গলাচিপা শহরের এন. জেড আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাইফুল্লাহ বিন আবদুর রহিম (৫৫) মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সন্ধ্যার পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শনিবার বিকালে গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকার মুদি ব্যবসায়ী জুরান সাহা (৬৫) পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। এনিয়ে চারদিনে গলাচিপা পৌর শহরে দু’জনের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা ছাইফুল্লাহ গত ৮ দিন ধরে পৌর এলাকার খাদ্য গুদাম সড়কের ভাড়া বাসায় জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলেন। বিষয়টি গোপন করে বাসায় রেখেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। মদিনা কসমেটিকস নামে কাঁচা বাজারের কাছে তার একটি দোকান রয়েছে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি দোকানদারি করেছেন। হঠাৎ তার শ্বাস কষ্ট বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলাম বলেন, মাওলানা ছাইফুল্লাহর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তার লাশ হাসপাতালে ছিল। ইসলামিক ফাউন্ডেশনের কর্র্র্মীদের খবর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।