নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকমনসোব গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয়দের পাশাপাশি মান্দা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
গৃহকর্তা শহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডে বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে গেছে। এতে আমার চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।’
মান্দা ফায়ার স্টেশনের ইনচার্জ সোরয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে থাকতে পারে।