আশাশুনি সদরের ঐহিত্যবাহী মাদারদীঘি পুকুরের পানি বিশুদ্ধ করণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মাদারদীঘি পুকুর সদরের বৃহত্তর ও খুবই প্রয়োজনীয় একটি পুকুর। এ পুকুরের পানি খাবার পানি হিসাবে সংগ্রহ এবং গোসল করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। পুকুরের ব্যবহার সহজ ও সুন্দর করার জন্য ইতঃপূর্বে সংস্কার কাজ করা হয়েছে। বর্তমানে পুকুরের পানি ব্যবহার উপযোগিতা হারাতে বসেছিল। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান পুকুরের পানি ব্যবহার যোগ্য করে তুলতে কার্যক্রম হাতে নেন। মঙ্গলবার তিনি দলীয় লোকজনকে সাথে নিয়ে পানি বিশুদ্ধকরণ ও দুষণমুক্ত করণ কার্যক্রম পরিচালনা করেন। এখন পুকুরের পানি ব্যবহারযোগ্য হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুল ইসলাম মিজানসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।