মুন্সীগঞ্জে মঙ্গলবার আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৪১ জনের করোনা শনাক্ত হলো। মঙ্গলবার নতুন আরও ৭ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪। এছাড়াও গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি। জেলায় মোট মারা গেছেন ৩৯ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৬ জন, সিরাজদিখান উপজেলায় ২১জন, শ্রীনগর উপজেলায় ৪জন, লৌহজং উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ৩ জন করোনা শনাক্ত হয়েছে। গত ১২,১৪এবং ১৫জুন তারিখে নিপসমে প্রেরিত সোয়াবের ২৭১ রিপোর্ট এসেছে এর মধ্যে ৫৬ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৭৬৭৬ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৭২১৮ টি।