ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্থ ও বেঁড়িবাঁধ ভেঙ্গে লবন পানিতে ভেসে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়রায় অধিকাংশ কাঁচা ঘর বাড়ী। যে কারণে আম্পানের ২৭ দিন পরেও ঘরে ফিরতে পারেনি শত শত পরিবার। অনেক পরিবার আজও বিভিন্ন আশ্রয় কেন্দ্র কিংবা উচুঁ জায়গায় অবস্থান করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,ঘূর্নিঝড় আম্পানে উপজেলার ৭ ইউনিয়নে কাঁচাঘর বাড়ী ৭৪৭৬ টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ এবং ৮৭১২ টি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আম্পানে কয়রা সদর, মহারাজপুর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ১৩ টি স্থানে ওয়াপদার বেঁড়িবাঁধ ভেঙ্গে ৩২ টি গ্রাম লবণ পানিতে ভেসে যায়। সেই থেকে মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে মানুষ সিমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের ২৭ দিন অতিবাহিত হলেও উত্তর বেদকাশি ইউনিয়নের হাজত খালী ও গাজীপাড়া বেঁড়িবাঁধ নির্মাণ না হওয়ায় সেখানে জোয়ারভাটা অব্যাহত আছে। অন্য দিকে মহারাজপুর ইউনিয়নে দশালিয়া বেঁড়িবাঁধ আম্পানের ২৪ দিন পর এবং কয়রা সদর ইউনিয়নে ঘাটাখালি ২১ দিন পর রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে। ফলে অনেক কাঁচা ও আধাপাকা ঘর বাড়ী আজও ধসে পড়তে দেখা যাচ্ছে। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, ঘূর্ণিঝড় আম্পানের ৩ দিনের মধ্যেই উপজেলা প্রশাসন ক্ষয়-ক্ষতির তালিকা চাওয়ায় স্বল্প সময়ের মধ্যে সঠিক তালিকা দেওয়া সম্ভব হয়নি। তারা বলেন, আম্পান পরবর্তী বেঁড়িবাঁধ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। জোয়ার ভাটার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ী ভেসে গেছে। সে জন্য বাঁধ নির্মাণ শেষ হলেই তারা সঠিক তালিকা তৈরি করতে পারবেন বলে জানায়। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির বলেন, প্লাবিত এলাকর মানুষ খুব দুর্ভোগে আছে। তাদের জন্য পর্যাপ্ত সহযোগিতার দরকার। কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ঘূর্নিঝড় আম্পান বেশি আঘাত করেছে এমনটি সরকারের বিভিন্ন মন্ত্রনালয় অবগত আছেন। কয়রার অধিকাংশ এলাকায় লবণ পানিতে ভেসে গিয়ে কাঁচা ঘর বাড়ী সহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। সে জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় সর্বক্ষণ যোগাযোগ রাখছেন। সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী নির্মাণ সহ বিভিন্নভাবে অসহায় মানুষকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।