জামালপুরের মেলান্দহে কুলিয়া ইউনিয়নের সিরিঘাট তেঘরিয়া এলাকায় পাশাপাশি দুইটি বাজার প্রতিষ্ঠা নিয়ে দ্বন্ধের জের ধরে মুখোমুখি অবস্থান নিয়েছে এলাকাবাসি। সচেতন মহলের ধারণা টানটান উত্তেজনায় যেকোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
জানা গেছে, সিরিঘাট-তেঘরিয়া, হরিপুর-পাথালিয়া, ঠেঙ্গেপাড়া ও আশপাশ এলাকাবাসীর সমন্বয়ে বাজার প্রতিষ্ঠা করা হয়। জনৈক নূরুল ইসলাম রাজা মন্ডলের বংশের লোকের জমিতে বাজার প্রতিষ্ঠার কারণে বাজারের নাম দেয়া হয় রাজা মন্ডলের বাজার। ২০/২৫ দিন পর বাজারের নামে জমি লিখে দেয়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকদফা দেনদরবারেও কোন সুরাহায় আসেনি। বাজারের উদ্যোক্তা সদস্যরা দ্ধিধাবিভক্ত হয়ে ছামিউল হক, শাহাদাৎ হোসেন উজ্জ্বল মেম্বারের পক্ষ পাশেই জয়বাংলা নামে আরেকটা বাজার প্রতিষ্ঠা করে।
দুই বাজারের মধ্যে নিম্নাঞ্চলের পানি মাদারদহ নদীতে প্রবাহের জন্য একটি খাল আছে। ঠেঙ্গেপাড়া-পাথালিয়াবাসির চলাচলের জন্য এই খালের পশ্চিমাংশে বাঁশের সাঁকু নির্মাণ করা হয়। অপরদিকে সিরিঘাট-তেঘরিয়া-চিনিতোলাবাসির চলাচলের জন্য একই খালের উত্তরাংশেও আরেকটা বাঁশের সাঁকু নির্মাণের কাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, এ সময় রাজা মন্ডলের বাজারের পক্ষের ঠেঙ্গেপাড়ার লোকজন লাঠিসোটা নিয়ে হট্রগোল করে এবং এই বাঁশের সাঁকু নির্মাণে বাধা দেয়। একই সাথে খালের পশ্চিমাংশের রাস্তাটিও কেটে দেয় এবং মেইন রোডের সাথে সংযোগ সড়কে বাঁশের খুটির বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেয়ায় উত্তেজনা বাড়ছে।
এ ব্যাপারে উজ্জ্বল মেম্বার, শাহাদাৎ হোসেন বাঘু মাস্টার জানান-প্রতিবছরের ন্যায় এবারও বর্ষার সময় খালের উপর বাঁশের সাঁকু নির্মাণকালে লাঠিসোটা নিয়ে বাধাপ্রদানসহ খালের পশ্চিম পাশের পুরো রাস্তাই কেটে দিয়ে হট্রগোলের ফাঁদ পেতেছে ঠেঙ্গেপাড়ার লোকজন। অথচ এটি সরকারি ম্যাপের রাস্তা। সাঁকু ও রাস্তার পাশের জমির মালিক কৃষক বিপ্লব মন্ডল (২৭) জানান-এটি কোন সরকারি ম্যাপের রাস্তা নয়। আমরা খালের পূর্বাংশে চলাচলের রাস্তা দিয়েছি। পশ্চিমেও কেন দিব?
রাজা মন্ডলের বাজার কমিটির সভাপতি ও জমিদাতা নূরুল ইসলাম জানান-কতিপয় লোক ব্যক্তির নাম জমি লিখে চায়। এতে রাজি না হওয়ায় বিরোধ হয়। উজ্জ্বল মেম্বার এই কথা অস্বীকার করে বলেন-আমাদের এলাকায় শতভাগ লোক বঙ্গবন্ধুর ভক্ত হওয়ায় এই বাজারের নাম দিয়েছি জয়বাংলা বাজার। ওই বাজারে বিএনপি-জামাতের অপতৎপরতা থাকায় তাদের সাথে আমরা মিশব না।
কুলিয়া ইউপি চেয়ারম্যান আ: সালাম বলেন-ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তর এই খালের উপর কালভার্ট বরাদ্দ দিয়েছে। বর্ষার পরে কাজ ধরার কথা। বর্তমানে আমার ইউপি সদস্য উজ্জলের সহায়তায় খালের উপর সাঁকু নির্মাণে বাধা প্রদানসহ রাস্তাও ভেঙ্গে দেয়ার কথা শুনেছি। পাশাপাশি দু’টি বাজারই আমার ইউনিয়নে। রাজা মন্ডলের বাজারে আদিপত্ত বিস্তার করতে আসে মাহমুদপুর ইউনিয়নের কিছু লোক। মূলত: এটিই বিরোধের প্রধান কারণ। উপজেলা প্রশাসনও বিষয়টি অবগত আছেন।