জামালপুরে গত ১৫ জুন সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের ১১০ জনের নমুনা পরীক্ষায় আরও ৩ জন নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছেন। তার মধ্যে জামালপুর সদর ১ জন, সরিষাবাড়ী ১জন, দেওয়ানগঞ্জ ১ জন আক্রান্ত হয়েছে।
বর্তমানে উপজেলা ভিক্তিক আক্রান্ত জামালপুর সদর ১৩৫জন, ইসলামপুর ৭৪জন, সরিষাবাড়ী ৩৮জন, মেলান্দহ ৬৩জন, মাদারগঞ্জ ২৬জন, বকশীগঞ্জ ৪৭জন এবং দেওয়ানগঞ্জ ৩৩জন। জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হয়েছেন ৪১৬জন। আজ সুস্থ্য হয়েছেন ৬জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৮জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৫জন (চিকিৎসাধীন ২ জন -দেওয়ানগঞ্জ ও মেলান্দহ এবং মৃত্যুর পর নমুনায় ৩ জন যা ইসলামপুর ২জন, মেলান্দহ ১ জন)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস।