জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রংপুরে গ্রামীণ পর্যায়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী। এই ক্যাম্পেইনের মাধ্যমে তিন শতাধিকের বেশি গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সোমবার (১৫ জুন) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়। দুপুরে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদে গর্ভবতী মা ও শিশুদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে অপুষ্টি ও শারীরিকভাবে দুর্বল মা ও শিশুদেরকে বিনামূল্যে হরলিক্স ও প্রয়োজনীয় ওষধসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এই সেবা পেয়ে খুশি গ্রামের নিম্ন আয়ের নারীরা।
তাদের অনেকে জানান, করোনা দুর্যোগে টাকার অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারছেন না। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের সুস্বাস্থ্যের জন্য সহায়ক হবে।
এব্যাপারে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং বলেন, বৈশ্বিক এই মহামারিতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম পর্যায়ে সেবামূলক এই কার্যক্রম পরিচালনাকেরা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৭২ পদাতিক ব্রিগেডের মেজর সৈয়দ ইমাম, ক্যাপ্টেন মোহাম্মদ ইখতিয়ার, রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ সেনা সদস্যরা।