মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার শ্যামকুড় মাধ্যমকি বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন হয়।
সম্প্রতি আম্ফান তান্ডবে উপজেলাব্যাপী বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে। গাছের ক্ষতি পুষিয়ে নিতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অরবিন্দু হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য সঞ্জয় রাহা, আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মুস্তাফিজুর রহমান, মোদাচ্ছের হোসেন, রাজু আহম্মেদ, মেহেদি হাসান, রাজু আহম্মেদ প্রমূখ।